Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রতিটি ঘরে আলেম-ওলামা তৈরি করতে হবে: আল্লামা শফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৯:১৫ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৯:১৫ PM

bdmorning Image Preview


মহান সৃষ্টিকর্তা দুনিয়া-আখেরাত, জান্নাত-জাহান্নাম সৃষ্টি করেছেন মুসলমানদের জন্য। আর কাফেরদের সৃষ্টি করেছেন মুসলমানদের খেদমত করার জন্য। আর জান্নাতে যেতে হলে নবী করিম (সঃ) এর তরিকা অনুসরণ করে আল্লাহ তায়লার নির্দেশ ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর এলাকার মাহমুদ নগরে জামেয়া হাজী শাহজাদী বাইতুল কুরআন মাদ্রাসায় শিক্ষার্থীদের দস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমাদ শফি এ কথা বলেন।

আল্লামা শফি বলেন, যার ঘরে আলেম-ওলামা রয়েছে সে ঘরের বা বংশের প্রায় ১০ জনকে নিয়ে ঐ আলেম-ওলামা জান্নাতে প্রবেশ করবে। তাই প্রতি ঘরেই আলেম-ওলামা তৈরীর জন্য সন্তানদের মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করা হবে।

পরে আহমাদ শফী ছাত্রদের পাগড়ী পড়িয়ে দেন এবং তাদের নিয়ে দোয়া করেন। চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে দুপুর দেড়টায় বন্দরে এসে আলোচনা সভা শেষে সাড়ে ৩টায় তিনি পুনরায় চট্টগ্রাম চলে যান তিনি।

আব্দুস সালামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল কাদির, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা ছগির আহমাদ, মুফতি আবু ইউসুফ আল-মাদানী প্রমূখ।

Bootstrap Image Preview