Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ইলিয়াস হোসেন, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৯:২৮ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৯:২৮ PM

bdmorning Image Preview
কপোতাক্ষ নদ। ফাইল ছবি


সাতক্ষীরার পাটকেলঘাটার কপোতাক্ষ নদ থেকে এক অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত (৩৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের বাহাদুরপুর পুরাতন খেয়াঘাটের কপোতাক্ষ নদ থেকে এই অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর পুরাতন খেয়াঘাটে কপোতাক্ষ নদে স্থানীয় লোকজন একটি অর্ধগলিত যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে তালা সার্কেল অপু সরোয়ার পাটকেলঘাটা থানা পুলিশকে সাথে নিয়ে লাশটি কপোতাক্ষ নদ থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে স্থানীয় জনতা এই মরদেহ বিকৃত অবস্থার ফলে শনাক্ত করতে পারছে না।

সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) অপু সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাহির থেকে এই মরদেহটি ভাসতে ভাসতে এলাকায় এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview