Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাতাসে মানুষ নিয়ে উড়ে যাচ্ছে ছাতা, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৯:৩৪ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৯:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এখন কালবৈশাখীর মৌসুম। আরও এমন ঝড়ো হাওয়াকে মোকাবেলা করতে হবে। ঠিক এমন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলো ছোট্ট একটি ভিডিও ক্লিপ।

যেখানে দেখা গেছে, বাতাসে ছাতা নিয়ে উড়ে যাচ্ছে এক ব্যক্তি। এমন দৃশ্যের ভিডিও আপাতত বিশ্ব জুড়ে ভাইরাল। ইতিমধ্যে কয়েক মিলিয়ন বার দেখা হয়ে গেছে এটি। যে কারণে এ ভিডিওকে একটি টুইটার মুহূর্ত বলেও স্বীকৃতি দিচ্ছে টুইটার। জানা গেছে, তুরস্কের উসমানিয়া অঞ্চলের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ভিডিওটি।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হঠাৎ প্রবল ঝড়ো হাওয়া বইতে শুরু করে। একটি রেস্টুরেন্টের ছাতা, চেয়ার বাতাসের বেগে এদিক সেদিক ছড়িয়ে পড়ছে। এ সময় একটি ছাতা বাতাসের ধাক্কায় উড়ে যাচ্ছে। ৩ জন লোক মরিয়া হয়ে ছুটে এসে ছাতাটিকে ধরে স্থির রাখার চেষ্টা করছেন। এর পরেও ছাতাটি একজনকে নিয়ে শুন্যে উড়াল দেয়।

ডেইলি সাবাহ জানিয়েছে, ছাতাকে ধরে রাখতে প্রাণপণ চেষ্টা করে যাওয়া লোকটির নাম সাদিক কোচাদালি। তারা খোঁজ নিয়ে জানতে পারেন তেমন বড় কোনো ক্ষতি হয়নি সাদিকের। তবে কিছুটা হলেও চোট পেয়েছেন।

ডেইলি সাবাহকে দেয়া সাক্ষাৎকারে সাদিক কোচাদালি জানায়, ‘ভাবতেই পারছি না, আমি সুস্থ আছি। যখন দেখি ছাতাটা উড়ে যাচ্ছে, আমি বাধ্য হয়ে লাফ মেরে নেমে আসি। মনে হয় ৩-৪ মিটার উঁচুতে উড়ে গিয়েছিল।'

তবে কোচাদালি বেঁচে গেলেও এ ঘটনায় সেই ছাতার আঘাতে অন্য এক ব্যক্তি যথেষ্ট আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ছাতাটি উড়ে গিয়ে হুড়মুড় করে তার ওপরেই পড়েছিল।

Bootstrap Image Preview