Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিয়ম না মানায় রাজধানীতে ২৩ পথচারীর জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১০:০২ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:০২ PM

bdmorning Image Preview


নিয়ম না মানায় রাজধানীতে ২৩ জন পথচারীকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিএমপি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় ফুটওভার ব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পারাপার হওয়ায় তাদের জরিমানা করা হয়।

ডিএমপি অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইহসান।

এ সময় ২৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। সেই সঙ্গে দুই হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাস্তা পারাপারে পথচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

Bootstrap Image Preview