Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রবাসীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১০:১৭ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:১৭ PM

bdmorning Image Preview


সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছেন স্বামী পিয়ার আলী। তাদের উভয়ের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ফতেপুর গ্রামে।

ওই দম্পতির ১৪ বছরের একটি ছেলে রয়েছে। স্বামী পিয়ার আলী সৌদি আরব থাকতেন। তার স্ত্রী ওই এলাকায় বিভিন্ন ছেলে-মেয়েকে প্রাইভেট পড়াতেন।

সোমবার দুপুরে আশুলিয়ার কুরগাঁও বটতলা এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, সোমবার দুপুরে দাম্পত্য কলহের জেরে নিজ বাড়িতে স্ত্রী বুলবুলী (৩৫) খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী পিয়ার আলী (৪০)। পরে নিজেও ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রবিবার রাতে সৌদি আরব থেকে নিজের বাড়ি আসেন পিয়ার আলী।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের মরদেহ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

Bootstrap Image Preview