Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে পাক-ভারত গোলাগোলি, ভারতীয় সেনা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১০:২৮ AM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১০:২৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কাশ্মীর সীমান্ত বরাবর ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সেনা ও এক তরুণী নিহত হয়েছেন। পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সর্বশেষ এই রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, পুঞ্চ জেলায় নিজের বাড়িতে মর্টারের বোমা পড়লে ওই তরুণী নিহত হন।

এ দিকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর বলেন, গোলাগুলিতে তাদের এক সেনা নিহত ও আরও তিন জন আহত হয়েছেন।

কাশ্মীরের ভারত-পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলের নিয়ন্ত্রণরেখা বরাবর ২০০৩ সালে অস্ত্রবিরতি চুক্তি সই হয়েছে। কিন্তু চুক্তি তোয়াক্কা না করেই প্রায়ই এই অস্ত্রবিরতি লঙ্ঘন করা হয়। এতে ক্রসফায়ারের মধ্যে দুই পাশের বেসামরিক লোকজন হতাহত হচ্ছেন।

এর আগে পুলওয়ামায় সরকারি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চার বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। পুলিশ বলছে, এতে তিন সেনাসহ তাদের এক কর্মকর্তা আহত হয়েছেন।

Bootstrap Image Preview