Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহরুখ খানের সঙ্গে বিতর্কে জড়ালেন সাইফ কন্যা সারা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১০:৩৪ AM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১০:৩৪ AM

bdmorning Image Preview


সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ খানকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেন সাইফ কন্যা সারা আলি খান। আর এতেই বির্তকের শুরু। এ নিয়ে তরুণ অভিনেত্রী শাহরুখ খান ভক্তদের সমালোচনার শিকার হন।

ওই অ্যাওয়ার্ড শো-তে সারা আলী খানের কাছে প্রশ্ন করা হয়, তার প্রিয় সঞ্চালক কে? উত্তরে তিনি বলেন, ‘আমার মনে আছে, বাবা শাহরুখ আঙ্কেলের সঙ্গে এই শো-এর সঞ্চালনা করতেন। আমার সেটা বেশ ভালো লাগতো।’

কাকু ডাকায় বিরক্তি প্রকাশ করে শাহরুখ ভক্তরা টুইটারে একথা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে সারার ওপর ক্ষোভও প্রকাশ করেন তারা।

তাদের কথায়, ‘শাহরুখ সারার বাবা সাইফ আলি খানের সহকর্মী। এছাড়াও সারা বয়সেও কিং খানের চেয়ে প্রায় ২৫ বছরের বেশি ছোট। তা বাবার সহকর্মীকে মেয়ে কাকু ছাড়া আর কি সম্বোধন করবে?’

তবে এই নিয়ে টুইটার বিতর্ক সিরিজের আকার নেয়। সাইফ কন্যাকে অনেকেই তীব্র আক্রমণ করেছেন। যদিও একদল বলেছেন ‘তা সারার কাছে কাকু ডাকে শাহরুখের যদি আপত্তি না থাকে তা তোমাদের এত গায়ে জ্বালা ধরছে কেন?’

বলিউডের ‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছেন সাইফ কন্যা। তারপর থেকেই তার লাইফ স্টাইল, কিংবা একান্ত ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই বারবার আলোচনায় উঠে আসছেন।

বর্তমানে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজ কাল’- এর শুটিংয়ে ব্যস্ত সারা। সেই সঙ্গে জমিয়ে চলছে কার্তিকের সঙ্গে ডেটিংও।

Bootstrap Image Preview