Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জের বারে অভিযান, গ্রেফতার ৭০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১০:৫৬ AM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১০:৫৬ AM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভাসমান রেস্তোরা মেরী এন্ডারসন রেস্টুরেন্ট অ্যান্ড বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশ সদর উপজেলার পাগলায় অবস্থিত মেরী এন্ডারসনে অভিযান চালিয়য়। এ সময় মাদক বিক্রেতা, মাদকসেবী ও মাদক ক্রেতা মিলিয়ে মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের কাছ থেকে ৮১ কার্টন বিদেশি বিয়ার এবং ৪ কার্টন বিদেশি মদ উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এ সময় রেস্তোরা কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

Bootstrap Image Preview