Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুষ্টিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১১:০০ AM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১১:০১ AM

bdmorning Image Preview


কুষ্টিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল রানা নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে রবিবার (৩১ মার্চ) রাতে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। 

ধর্ষক জুয়েল রানা খাতের আলী কলেজ ছাত্রলীগ নেতা বলে জানা গেছে। সে সদর উপজেলার মধুপুর গ্রামের ইমারত আলী বিশ্বাসের ছেলে। মেয়েটি ইবি থানা এলাকার একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে জুয়েল রানা ও তার সহযোগী রনিকে আসামি করে থানায় মামলা করেছেন মেয়েটির বাবা।

মামলার এজাহার থেকে জানা যায়, মেয়েটিকে ৩০ মার্চ বিকালে তারই পূর্বপরিচিত জুয়েল রানা বিয়ের প্রলোভন দেখিয়ে শান্তিডাঙ্গা এলাকার রনি শেখের বাড়িতে নিয়ে যায়।

সেখানে রাতভর ওই ছাত্রীকে ধর্ষণ করে জুয়েল। পরের দিন ৩১ মার্চ সকালে ওই ছাত্রীকে বিত্তিপাড়া বাজারে ফেলে রেখে জুয়েল কৌশলে পালিয়ে যায়।

মেয়েটি বাড়িতে ফিরে পরিবারকে জানালে পরিবারের লোকজন তাকে নিয়ে ইবি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

ইবি থানার ওসি রতন শেখ জানান, মেয়েটি তার বাবাকে সঙ্গে নিয়ে থানায় এসে একটি লিখিত অভিযোগ করেছেন। মেয়েটির বাবা এজাহারে দুই জনের নাম উল্লেখ করেছেন।

Bootstrap Image Preview