Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাঁধের ইনজুরিতে মাহমুদুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০১:১২ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০১:১২ PM

bdmorning Image Preview


কিছুদিন আগেই এক মাসের ইনজুরি থেকে সুস্থ হয়ে নিজেকে মাঠে ফিরিয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতি নিউজিল্যান্ডে সফরে টেস্ট দলের অধিনায়কত্ব সামলেছেন ভারপ্রাপ্ত মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপের আহে সাকিবের সুস্থতা স্বস্থি দিচ্ছিল বাংলাদেশ শিবিরে। তবে স্বস্থি আবারো উদ্বেগে রূপ নিলো। এবার কাঁধের ইনজুরিতে পড়েছেন মাহমুদুল্লাহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় একাধিকবার মাঠে ডাইভ থেকে পাওয়া চোট এখনও সেরে না উঠায় রিয়াদ রয়েছেন খেলার বাইরে। জানা গেছে, চোটের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাওয়ায় লাগতে পারে অস্ত্রোপচারও। এই বিষয়গুলো উঠে আসে সোমবার (১ এপ্রিল) রিয়াদের চোটের এমআরআই রিপোর্ট হাতে আসার পর। 

রিয়াদের অবস্থা জানা যায় প্রতিবেদন হাতে এলে। চোটের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি, তবে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, বিশ্রামে সেরে না উঠলে শল্যবিদের ছুরির নিচেই যেতে হবে রিয়াদকে।

এদিকে রিয়াদের ইনজুরির বিষয়টি স্বীকার করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

বিসিবি একটি সুত্র জানিয়েছে" মাহমুদুল্লাহর কাঁধের পেশিতে গ্রেড থ্রি মাত্রার টান লেগেছে। এরপর ১৫ দিনের বিশ্রাম দেয়া হয়েছে... এরপর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে! বিশ্রামে সেরে না উঠলে' শল্যবিদের ছুরির নিচেই যেতে হবে তাকে" সেক্ষেত্রে তাকে ৬মাস মাঠের বাহিরে থাকতে হবে।

Bootstrap Image Preview