যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দু'জন পাইলট নিহত হয়েছেন।
সোমবার (২ এপ্রিল) নৌবাহিনীর ওই হেলিকপ্টার দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
মার্কিন নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন গ্যাব্রিয়েল অ্যাডিব জানান, প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে সেটি বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ওই দুর্ঘটনায় নিহত পাইলটদের নাম এখনো প্রকাশ করা হয়নি।