Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবি শিক্ষার্থীদের কেন্দ্রীয় গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশের দাবি

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০২:১৮ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০২:২০ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে প্রবেশের অনুমতিসহ প্রত্যহ ১৪ ঘন্টা খোলা রাখার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানায়। 

এছাড়া গ্রন্থাগারের আসন সংখ্যাবৃদ্ধি, গ্রন্থাগারে বুক সেলফ সিস্টেম চালু করা, স্থায়ী সমাধানকল্পে কেন্দ্রীয় গ্রন্থাগারে তৃতীয় তলায় মসজিদ সংলগ্ন ফাকা জায়গায় ফ্লোর নির্মাণ করে আসন সংখ্যা বৃদ্ধি করা, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রন্থাগার খোলা রাখা, শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু রাখা, সরকারি ছুটি ব্যতীত অন্যান্য সময় গ্রন্থাগার ও ডিসকাশনরুম খোলা রাখা, অবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ এবং পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা প্রভৃতি দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রন্থাগারের ডিসকাশনরুমে মাত্র ১১৮টি আসন রয়েছে শিক্ষার্থীদের জন্য। এই কয়টা আসনের জন্য ভোর ৬টা থেকে সিরিয়াল দিতে হয় শিক্ষার্থীদের। অথচ গ্রন্থাগারের দ্বিতীয় তলায় প্রায় ১৫০০-২০০০ জন শিক্ষার্থীর পড়ার  সুযোগ রয়েছে। কিন্তু পড়ার সুযোগ থাকলেও নিজস্ব কোনো প্রকার বই নিয়ে প্রবেশের অনুমতি নেই। তাই এতোগুলো সিট ফাঁকাই থাকে।

তবে কর্তৃপক্ষকে গত ২-৩ বছর ধরে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই দ্রুত গ্রন্থাগার সংস্কারসহ নিজস্ব বই নিয়ে প্রবেশের দাবি জানায় তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কারে দাবিতে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও মানবন্ধন কর্মসূচি পালন করেন।

Bootstrap Image Preview