Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৭ বছর পর ফিরছে মৌসুমীর ‘সৌভাগ্য’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০২:৪৪ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০২:৪৪ PM

bdmorning Image Preview


ঢাকাই চলচ্চিত্রের প্রিয় মুখ মৌসুমী। ২০১২ সালে এফ আই মানিকের ‘সৌভাগ্য’ সিনেমার শুটিং করেছিলেন তিনি। তবে হঠাৎ ছবিটির যাত্রা থেমে যায়। দীর্ঘ ৭ বছর পর মুক্তির আলোর পথে মৌসুমীর ‘সৌভাগ্য’।

এই ছবিতে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধেছেন ডিপজল। জানা যায়, ছবির প্রযোজনা প্রতিষ্ঠান অমিবনি কথাচিত্র বাকি কাজ শেষ করে ছবিটি দ্রুত সেন্সরে জমা দিতে চায়। আসছে রোজার ঈদে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আগেই শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনা ও কালার কারেকশনের কাজ। আশা করছি, এ মাসের মধ্যেই সেগুলো শেষ হবে। ঈদে গল্পনির্ভর ছবি দেখতে চায় দর্শক। এই ছবিও তার ব্যতিক্রম নয়।’

অন্যদিকে ছবিটির নির্মাতা জানান, ‘মৌসুমীকে দর্শক যেভাবে দেখতে চায়, ঠিক সেভাবেই এ ছবিতে তিনি হাজির হবেন। শুটিংয়ের সময় থেকেই ছবিটি নিয়ে আশাবাদী ছিলেন তিনি। আমার বিশ্বাস, মৌসুমীর আশা পূরণ হবে। দর্শক দারুণ একটা ছবি উপহার পেতে যাচ্ছে।’

Bootstrap Image Preview