ঠিকানাহীন মানুষ সামনে আগাতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, গত ৫ বছরে বিশ্বের সবচেয়ে বেশি জিডিপি গ্রোথ ছিল বাংলাদেশে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজধানীর একটি অভিজাত হোটেলে পদ্মা ব্যাংক আয়োজিত এক বিজনেস কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, টাকার অভাবে কোন প্রতিষ্ঠান বন্ধ হয় না, বন্ধ হয় ব্যবস্থাপনার কারণে। এখন সময় বাংলাদেশের। আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন,পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরুসহ আরও অনেকে।