Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

আহসান নাঈম, ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৪:৩৫ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৪:৩৫ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে 'বাংলাদেশে ক্ষুদ্র ঋণ বিতরণ ব্যবস্থা' শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টায় লোক প্রশাসন বিভাগের সেমিনার লাইব্রেরীতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিম বানু। 

এছাড়াও উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মাদ মামুন, অধ্যাপক আব্দুল মুঈদ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক একে এম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মাদ সেলিম, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক লুতফর রহমান প্রমুখ।

লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মাদ আসাদুজ্জামানের তত্বাবধায়নে একই বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী মর্তুজা আলী 'তৃতীয় শাখা সংগঠনের প্রশাসন ও দারিদ্র্য নিরসন: বাংলাদেশে ক্ষুদ্র ঋণ বিতরণ ব্যবস্থা' বিষয়ে পি এইচ ডি গবেষণা করছেন।  

মঙ্গলবার তার পিএইচডি গবেষণার 'তথ্য বিশ্লেষণ, মুখ্য আবিষ্কার ও সুপারিশ' বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। 

 

Bootstrap Image Preview