Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview


নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।  

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ডিসি স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শিলা রানীর দাসের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। 

কর্মসূচিতে সুবর্ণ শিশুসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সমাজসবা অধিদফতর, জেলা প্রশাসন ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় সহায়ক প্রযুক্তির ব্যবহারে কিভাবে অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তিদের অধিকার রক্ষা পাবে সে বিষয়ে আলোচনা করা হয়। 
 

Bootstrap Image Preview