Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৭:১৬ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview


ভিজিডি ও ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে পটুয়াখালীর ধুলাসর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ. জলিল মাষ্টারের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় চাপলীবাজারে এ কর্মসূচির আয়োজন করে ধুলাসর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনগুলো। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও কয়েক'শ সাধারণ মানুষ অংশগ্রহণ করে। 

এসময় বক্তরা বলেন, ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. জলিল মাষ্টার ভিজিডি ও ভিজিএফ চাল বিতরণে স্বেচ্ছাচারিতা করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষ না নিয়ে স্বতন্ত্র প্রার্থীর (আনারস) পক্ষে অবস্থান নিয়েছেন। এর ফলে গোটা ইউনিয়নে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। এতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তৃণমূল নেতাকর্মীদের কাছে প্রশ্নের সম্মুখীন হয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আ. জলিল মাস্টার বলেন, ছোটবেলা থেকেইে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন ও লালন করে আওয়ামী লীগ তথা নৌকার রাজনীতি করে আসছি। এখনও করছি। সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে মাঠে কাজ করেছেন তারাই নিজেদের আড়াল করার জন্য আমার উপর দ্বায়ভার চাপানোর প্রচেস্টা চালাচ্ছেন। ইউপি নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা  চালাচ্ছেন।   

Bootstrap Image Preview