Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উপাচার্যের বাসভবনের সামনে কোটা আন্দোলনকারীদের অবস্থান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৯:০৭ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview


উপাচার্যের বাসভবনের সামনে ডাকসু নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর ছাত্রলীগের মারধরের শিকার হওয়ার প্রতিবাদের অবস্থান নিয়েছেন ভিপি নুরুসহ কোটা আন্দোলনকারী। তারা বিচার না পাওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার এক আবাসিক শিক্ষার্থীকে দেখতে গিয়ে সলিমুল্লাহ মুসলিম হলে অবরুদ্ধ হন নুরুল হক নূর। হল সংসদের নেতৃত্বে থাকা ছাত্রলীগ নেতারা তাকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। পরে প্রায় দুই ঘণ্টা তিনি সেখানে অবরুদ্ধ থাকেন। তবে হল প্রাধ্যক্ষের দাবি, তাকে অবরুদ্ধ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের ঘটনার প্রতিবাদে বিকেলে ক্যাম্পাসে ডাকসু ভিপি নুর, স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেনসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। 

মিছিল শেষে প্রক্টর কার্যালয়ে অভিযোগ দেয়ার পর তারা এসএম হল অভিমুখে রওয়ানা দেন। হলের অভ্যন্তরে ছাত্রলীগের নেতাকর্মীরা আগে থেকেই অবস্থান নেন। ভিপি নুরসহ সবাই পৌঁছালে স্লোগান দিয়ে তাদের উপর ডিম নিক্ষেপ করেন ছাত্রলীগ কর্মীরা। পরে নুরকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেখান থেকে বের হয়ে প্রতিবাদস্বরূপ নুর ভিসির বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন।

সোমবার দিবাগত রাতে উর্দু বিভাগের মাস্টার্সের ছাত্র ফরিদ হাসানকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ফরিদ ১১ মার্চ অনুষ্ঠিত হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র থেকে জিএস প্রার্থী হয়েছিলেন।

Bootstrap Image Preview