Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোবাইল ফোন বিস্ফোরণে বাড়ি পুড়ে ছাই!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৯:৫৭ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৯:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কয়েক লক্ষ মিলিয়ন রুপিয়ার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। 

গতকাল সোমবার দক্ষিণ জাকার্তার জাগাকার্সার জেআই. পল্টনগনে এ দুর্ঘটনা ঘটে। খবর জাকার্ত পোস্টের।

একজন প্রত্যক্ষদর্শী জানায়, বাড়িটির দ্বিতীয় তলার বেডরুম থেকে আগুনের সূত্রপাত হয়।

জাকার্তা পুলিশ প্রধান টেম্পো.কো'কে জানিয়েছেন, বাড়ি মালিকের ছেলে মোবাইল ফোন চার্জে দিয়েছিলেন। পরবর্তীতে ফোনটি উত্তপ্ত এবং বিস্ফোরিত হয়। 

খবরে আরও বলা হয়, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই বাড়িটি পুড়ে কয়েক লাখ মিলিয়ন রুপিয়ার সমপরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্য ফোনটি কোন কোম্পানির তা উল্লেখ করা হয়নি জাকার্তা পোস্টের প্রতিবেদনে।

Bootstrap Image Preview