সপ্তাহখানেক পরেই শুরু হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে নিজেদের অর্জনের ঝাঁপি খুলে বসেছে ক্ষমতাসীন দল বিজেপি। কিন্তু তাতে ছেড়ে কথা বলছে না অন্য দলগুলোও।
গত সোমবার ভারতের হায়দরাবাদে এক নির্বাচনী সমাবেশে মোদি বলেছিলেন, হায়দরাবাদে উন্নতির অন্তরায় অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। পাশাপাশি অন্য জায়গাগুলোর উন্নতি হলেও হায়দরাবাদের কোনো উন্নতি হয়নি। সেটি আগের অবস্থানেই পড়ে আছে। এআইএমআইএমকে তিনি উন্নয়নের পথে স্পিডব্রেকার বলেও অভিহিত করেন।
ওয়াইসি ভাইদের নাম উল্লেখ করে মোদি বলেন, তারা উন্নয়নের কোনো ভাষা সম্পর্কে জানে না। তারা কেবলই আমার বিরুদ্ধে দিন রাত কথা বলে যায়। এই সময় তিনি তিন তালাক বিলের কথা উল্লেখ করে বলেন, মুসলিম নারীদের ন্যায়বিচারে পাশেই থাকবে বিজেপি।
মোদির ওই ভাষণের জবাবে এক টুইটে এআইএমআইএম-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেন, মজলিশ আপনার মতো অনুন্নয়নের গ্যারান্টি দেয়নি। মজলিশ দলিত আর মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগায়নি। হায়দরাবাদে মজলিশ গত পাঁচ বছরে নিরবিচ্ছিন্ন শান্তি নিশ্চিত করেছে।
অন্য আরেকটি টুইটে ওয়াইসি বলেন, মজলিশ গত পাঁচ বছরে এই অঞ্চলে স্কুল, কলেজ ও হাসপাতাল নির্মাণ করেছে। যেসব হিন্দু বোন সমাজে নির্যাতিত হয়েছে, মজলিশ তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা এ বছর আবারো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। তবে তা গত পাঁচ বছরের রেকর্ডের আলোকেই।
এদিকে, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম)-এর নেতা আকবরউদ্দিন ওয়েইসি বলেন, মুসলিম মহিলাদের নিয়ে এত চিন্তা মোদির। তিনি কি নিজের স্ত্রীকে প্রাপ্য অধিকার দিয়েছেন?
এই সময় মহাকাশে স্যাটেলাইট ধ্বংসকারী মিশন শক্তির কথা তুলেও মোদিকে ঠাট্টা করেন আকবর। তিনি বলেন, মোদী বোধহয় ভুলে যাচ্ছেন যে, হায়দরাবাদের এই ওল্ড সিটিতেই ডিআরডিওর দফতর। এখান থেকেই স্যাটেলাইট ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয়েছে। পরক্ষণেই তিনি বলেন, চা-ওয়ালা থেকে চৌকিদার হয়েছেন মোদি। তার পক্ষে এতকিছু জানা সম্ভব নয়।