Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নেত্রকোনায় লরিচাপায় অটোচালকসহ নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০২:৫১ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০২:৫১ PM

bdmorning Image Preview


নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বালুবোঝাই লরিচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কৃষ্ণচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- অটোচালক লালচান মিয়া (৪২)। তার বাড়ি একই উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্গাপুর উপজেলায় ঝানজাইল এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে কৃষ্ণচর এলাকায় বিপরীতমুখী একটি বালুবোঝাই লরি ওই অটোরিকশাকে চাপা দেয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর সদর হাসপাতলে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক অটোচালকসহ দুজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

Bootstrap Image Preview