Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বনানীর বুলু ওশান টাওয়ারকে অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৩:২১ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৩:২১ PM

bdmorning Image Preview


রাজধানীর বনানীর ৪০ নম্বর কামাল আতাতুর্ক রোডের ২০ তলা বুলু ওশান টাওয়ারকে অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

বুধবার (৩ এপ্রিল) ফায়ার সার্ভিসের একটি দল ভবনটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা দেখে এ সিদ্ধান্ত নেয়। ভবনটির মালিক ব্যবসায়ী এম এন এইচ বুলু।

বিষয়টি নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার। পরে ভবনটিতে 'অগ্নি ঝুঁকিপূর্ণ' একটি ব্যানার টাঙিয়ে দেয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অভিজাত এ ভবনটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে ক্যাপাসিটি অনুযায়ী যন্ত্রপাতি পর্যাপ্ত নেই। তাই যারা ভবনটিতে ঢুকবেন তাদের সতর্ক করতেই ব্যানার টাঙানো হয়েছে।

ভবনটিতে আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইন কেএফসি, বেস্টমার্ক গ্রুপ, অ্যাপসিস সলুশন্স, লিংক থ্রি টেকনোলজিসের অফিস রয়েছে। 

এর আগে গত ১ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্সকে (বঙ্গবাজার মার্কেট) অগ্নি নিরাপত্তার দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। এছাড়া ২ এপ্রিল সদরঘাট এলাকার ইস্টবেঙ্গল ইনস্টিটিউটশন সুপার মার্কেটসহ ৫৩ ভবনকে অগ্নি নিরাপত্তার জন্য অতি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়।  

Bootstrap Image Preview