Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৪ ঘণ্টা পরই সারাদেশে খুলল ভারতীয় ‘জি’ নেটওয়ার্কের সব চ্যানেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview


রাজধানীসহ সারাদেশে ভারতীয় ‘জি’ নেটওয়ার্কের জি বাংলা, জি সিনেমাসহ সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করার ২৪ ঘণ্টা পরই আবার খুলে দেয়া হলো।

বুধবার বেলা ১২টা থেকে বন্ধ থাকা জি নেটওয়ার্কের সব চ্যানেল খুলে দেয়া হয়েছে। এর আগে সোমবার তথ্য মন্ত্রণালয় থেকে এক নির্দেশনা পাওয়ার পর চ্যানেলগুলো বন্ধ রাখা হয় বলে জানান বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান।

এ তথ্য নিশ্চিত করেছেন জাদু ভিশন লিমিটেডের কাস্টমার সার্ভিস।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ক্যাবল অপারেটরদের কাছে এসব চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার হচ্ছে কিনা তা জানাতে বলা হয়েছিল। একই সঙ্গে বিষয়টি আগামী সাত দিনের মধ্যে ক্যাবল অপারেটরদের জানাতে বলা হয়েছিল।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে দুই পরিবেশক সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

নোটিশপ্রাপ্তির পরই জাদু ভিশন জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।

তবে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যানেলগুলো বন্ধ করতে কোনো নির্দেশ দেয়া হয়নি।

আইডিয়াল ক্যাবল টিভি নেটওয়ার্কের সৈয়দ হাবীব আলী বলেছিলেন, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’-এর উপধারা-১৯(১৩)-এর বিধান অনুযায়ী, বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো দণ্ডনীয় অপরাধ।

প্রসঙ্গত, রাজধানী ঢাকায় জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের সব চ্যানেল সম্প্রচার বন্ধ রয়েছে। ঢাকার আশপাশের কয়েকটি এলাকায়ও খোঁজ নিয়ে জানা গেছে, এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে।

Bootstrap Image Preview