রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
আজ বুধবার সকালে তিনি নেতা কর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। তাই সর্বপ্রথম তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আমার কার্যক্রম শুরু করতে চাই। এছাড়া আমি সকলের কাছে দোয়া চাই আমি যেন সৎ ভাবে আমার জায়গায় থেকে জনগণের সেবা করতে পারি। তিনি তার বিজয়কে জনগণের মাঝে উৎস্বর্গ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মাসুদ খান মজলিশ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন পাবেল, আওয়ামী লীগ নেতা দেওয়ান আওলাদ হোসেন, অসীম সরকার, সুরুজ খান, মীর আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান নন্দলাল সিং, সেচ্ছাসেবক লীগ নেতা দিলিপ কুমার, মো. পলাশ প্রমুখ।
পরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।