Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাত দফা দাবিতে বিআরডিবি’র কর্মচারীদের অবস্থান কর্মসূচী

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৫:৩৫ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৫:৩৮ PM

bdmorning Image Preview


বিআরডিবির বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্প একত্রিত করে বঙ্গবন্ধু দারিদ্র দুরীকরণ ফাউন্ডেশনে পরিবর্তে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদফতরে রুপান্তরের দাবিসহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য অবস্থান কর্মসূচী, মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে বিআরডিবি কর্মচারী সংসদ সিবিএ পটুয়াখালী জেলা শাখা। 

বুধবার (৩ এপ্রিল) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পটুয়াখালী প্রাঙ্গণে এসব কর্মসূচী পালিত হয়। 

এসময় সিবিএর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম প্রধান দাবি বেতন-ভাতা জাতিয় রাজস্বখাতের আওতায় বাজেট ভুক্ত করণ।

তাদের দাবি, ২০১২ সালে সরকারের চুড়ান্ত সিদ্ধান্ত থাকলেও আজ পর্যন্ত কর্মচারীদের রাজস্ব খাতে অর্ন্তভুক্ত করা হয়নি। ফলে জেলার অন্তত দুই শতাধিক কর্মচারী ও তাদের পরিবার মানবেতর জীবন-যাপন করছে। অচিরেই এর সমাধানে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন তারা। 

Bootstrap Image Preview