Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

 আন্দ্রে রাসেলের আইপিএল শেষ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৬:১৮ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৬:২১ PM

bdmorning Image Preview


চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। কিন্তু সুসময়ের এই পথে বাঁধা হয়ে দাঁড়ালো কাঁধের ইনজুরি। 

দিল্লির বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন  রাসেল। সেই চোটের কারনে আগামী তিন সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে এই ক্যারিবিয়ান দানবকে।

তিন সপ্তাহ বাদে পরীক্ষা করে দেখা হবে, রাসেল সম্পূর্ণ সুস্থ কি না! তার পরই তিনি মাঠে ফিরতে পারবেন। রাসেলের বদলে দলে আসতে পারেন কার্লোস ব্রেথওয়েট।
প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ১৯ বলে ৪৯। তার পর পাঞ্জাবের বিরুদ্ধে ১৭ বলে ৪৮। তৃতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে ২৮ বলে ৬২। বল হাতেও পেয়েছেন পাঁচটি উইকেট। কলকাতার অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন রাসেল। তাই তাঁর ছিটকে যাওয়ায় হতাশ কলকাতা শিবির। 
 

Bootstrap Image Preview