Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিশুর প্রেমে ব্যর্থ হয়ে কিশোরের আত্মহত্যা

তাজুল ইসলাম, বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৭:৩৩ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৭:৩৩ PM

bdmorning Image Preview


বগুড়ার মহাস্থানে প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে মিনু মিয়া (১৬) নামের এক কিশোর গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

সোমবার (১ এপ্রিল) সন্ধায় সে এ আত্মহত্যার চেষ্টা করে এবং স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করালে সেখানেই তার মৃত্যু হয়। 

নিহত কিশোর শিবগঞ্জ উপজেলার গড়- মহাস্থান উত্তরপাড়া গ্রামের মোস্তফা মিয়ার পুত্র। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিনু প্রায়ই একই এলাকার রতন মিয়ার মেয়ে ও মহাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনিতে পড়ুয়া ছাত্রীকে প্রেম নিবেদন করা সহ উত্যক্ত করে আসত। বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবকদের জানালে, তারা মিনুকে উত্যক্ত করতে নিষেধ ও সচেতন করে দেয়। 

এরপর মিনু মনের ক্ষোভে অভিমানে গত ১ এপ্রিল সোমবার সন্ধ্যায় মহাস্থান দুধপাথর নামক স্থানে গ্যাসট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার ময়নাতদন্ত শেষে পুলিশ নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন।

এলাকাবাসী আরও জানান, নিহত মিনু একজন  মাদক সেবনকারী ছিলেন। মাঝে মাঝে ড্যান্ডি ও মদ খেয়ে বখাটেপনা করত।

Bootstrap Image Preview