Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সমুদ্র থেকে ধেয়ে আসা পানির ঘূর্ণির ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ১০:২৫ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ১০:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মালয়েশিয়ায় একটি দ্বীপের কাছে সমুদ্র থেকে ধেয়ে আসা একটি পানির ঘূর্ণির ভিডিও ভাইরাল হয়েছে। সোমবার বিকালে দেশটির পেনাং দ্বীপ কাছে সমুদ্রের ওপর বিশাল পানির ঘূর্ণি ভিডিও করে প্রত্যক্ষদর্শীরা। খবর এনডিটিভির।

যদিও ভিডিওটি দেখে টর্নেডো মনে হলেও এটি বাতাসের টর্নেডো নয়। এটি পানির টর্নেডো। সমুদ্রের মাঝ থেকে শুরু হয়ে এটি সৈকতের দিকে আসার সময় ক্যামেরাবন্দি করেছেন পেনাং আইল্যান্ডের প্রত্যক্ষদর্শীরা। আর এমন বিরল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর ভাইরাল হয়। চ্যানেল নিউজ এশিয়ার মতে, এটি তানজুং টোকং উপকূলে প্রায় পাঁচ মিনিট ধরে পানির ঘূর্ণয়ন দেখা যায়। তবে সৈকতে পৌঁছানোর পরেই ঘূর্ণনটি ধীরে ধীরে বিলীন হয়ে যায়।

যদিও পানির ঘূর্ণিটি অনেকটা টর্নেডোর মতোই। তবে এটি পানির ওপর তৈরি হয়। টুইটারে একটি ছবি শেয়ার করে একজন লিখেছেন, পেনাংয়ের বাসিন্দারা মনে করেন যে এটি একটি টর্নেডো। না, এটা টর্নেডো নয়। এটি পানির ঘূর্ণি! আজ এই ঘটনা ঘটেছে। ভীষণ ভয়ংকর!

গার্ডিয়ান জানিয়েছে যে, বিশাল এই ঘূর্ণিটি সামান্য কিছু ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এবং কিছু বাড়ির ছাদ নষ্ট করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে পানির ঘূর্ণি ছাদের ছাওনি উড়িয়ে দিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত বছর ইতালিতেও এমনই এক পানির ঘূর্ণি দেখা গেছে। অনলাইনের ব্যাপক ভাইরাল হয়েছিল সেই ছবি ও ভিডিও। ওই বিশাল ঘূর্ণি আছড়ে পড়েছিল সালেরনো শহরে।

Bootstrap Image Preview