Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে শ্যালক হত্যা মামলায় ভগ্নিপতি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১১:১৮ AM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ১১:২২ AM

bdmorning Image Preview


গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় শ্যালক হত্যা মামলায় ভগ্নিপতি মো. মুসা আলম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) গাইবান্ধা জেলা থেকে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. মুসা আলম (৪০) গাইবান্ধা জেলার মোল্লারচর থানার সানন্দবাড়ি এলাকার জবেদ আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) শরীফুর রহমান জানান, গ্রেফতার মুসা আলম গত ২৬ মার্চ পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী ও শ্যালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে শ্যালক আশিক মারা যান। পরে নিহতের মা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আসামির নিজ জেলা গাইবান্ধায় অভিযান চালায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার সানন্দাবাড়ি থেকে মুসা আলমকে গ্রেফতার করা হয়।

Bootstrap Image Preview