Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় ইনিংসে জিদানের প্রথম হার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১১:৪১ AM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview


দ্বিতীয় দফায় জিদানের কোচিংয়ে প্রথম হার দেখল রিয়াদ মাদ্রিদ। বুধবার রাতে লা লিগার অ্যাওয়ে ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ১-২ গোলে হার মানতে হল লস ব্লাঙ্কোসরা। ভ্যালেন্সিয়ার হয়ে একটি করে গোল করেছেন গঞ্জালো গেডিস ও দানিয়েল পারেহে। অন্যদিকে রিয়ালের হয়ে করিম বেনজেমা শেষ মুহূর্তে একটি গোল করলেও হার এড়ানো সম্ভব হয়নি।

ম্যাচের প্রথমার্ধে দাপটের সঙ্গে খেললেও গোল করতে ব্যর্থ হয় রিয়াল। উল্টো ম্যাচের ৩৪ মিনিটে রিয়ালের বিরুদ্ধে পেনাল্টির জোরালো আবেদন জানায় ভ্যালেন্সিয়া৷ তবে রেফারি তা নাকট কের দেন৷ ৩৫ মিনিটে কার্লোস সোলারের পাস থেকে মাদ্রিদের জালে বল জড়িয়ে ভ্যালেন্সিয়াকে ১-০ এগিয়ে দেন গুয়েদেস৷

গোল হজমের পর ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণে অগোছালো ছিল রিয়াল। উল্টো ৭৫তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভালেন্সিয়া। তবে নাভাসের চেষ্টায় তখন গোল হয়নি। ম্যাচের ৮৩তম মিনিটে আর প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি রিয়াল। আর্জেন্টাইন ডিফেন্ডার এসেকিয়েল গারাইয়ের কর্নারে হেডে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার দানিয়েল পারেহো।

ইনজুরি টাইমে রিয়াল একটি পেনাল্টি পেলেও ভিএআরের বিচারে তা বাতিল হয়ে যায়৷ ৯০+৩ মিনিটে মদ্রিচের পাস থকে গোল করে ব্যবধান কমান বেঞ্জেমা৷

এই হারের ফলে লিগে ৩০ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়ায় ৫৭৷ বার্সেলোনা ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে৷ সমসংখ্যক ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ৷

Bootstrap Image Preview