Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০২:২৩ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ্, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছাত্তার, প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া, মাদিলাহাট কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

প্রস্তুতি সভার সিদ্ধান্ত  মোতাবেক পহেলা বৈশাখ সকাল সাড়ে ৮টায় বর্ষবরণ র‌্যালি, সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

Bootstrap Image Preview