Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের সেরা বিমানবন্দর টরন্টোর বিলি বিশপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৫:২৫ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৫:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টরন্টোর সিটি এয়ারপোর্ট বিলি বিশপ বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে খ্যাতি অর্জন করেছে বলে তথ্য দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স।

বিউটিফুল টরন্টোর ডাউন টাউনের পাশে অন্টারিও লেকের ভেতরে নীল জলে ঘেরা দ্বীপে অবস্থিত এই নান্দনিক ছোট্ট বিমানবন্দরটি বিশ্বব্যাপী প্রায় ১৪ মিলিয়ন ভ্রমণকারীদের জরিপে শীর্ষে উঠে এসেছে। টপ টেনে বিলি বিশপ এবার ষষ্ঠ স্থান অধিকার করে। ফলে সপ্তম বারের মতো স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট এ্যাওয়ার্ডের আন্তর্জাতিক গৌরব অর্জন করল।

এই সংস্থাটি প্রতি বছর ৫৫০টিরও বেশি বিমানবন্দরে লাখ লাখ উড়োজাহাজের জরিপে সম্প্রতি এই ফলাফল ঘোষণা দেয়। ২০১৯ সালে পাঁচ মিলিয়ন যাত্রীর মতামত প্রকাশ পায়।

শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয়; পরিচালনা, যাত্রীসেবা, বিমানবন্দর কর্মীদের সৌজন্যতা ইত্যাদি মর্যাদাপূর্ণ ৩৯টি কারণে বিলি বিশপ সুনাম কুড়িয়েছে।

Bootstrap Image Preview