যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার (২ এপ্রিল) টেক্সাসের ক্রসবিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এবিষয়ে শেরিফ এড গঞ্জালেস বলেন, স্থানীয় সময় রাত দেড়টার সময় আইসোবুটেলিনের একটি ট্যাংকের বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
জানা যায়, ঘটনার পর এক মাইল নিকটবর্তী সবাইকে সরিয়ে দেয়া হয়েছে। স্কুলে থাকা শিক্ষার্থী ও কর্মীদেরও নিরাপদ আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছে।
হ্যারিস কাউন্টি ডিপার্টমেন্ট অব এডুকেশন জানায়, স্থানীয় স্কুলেই আশ্রয় দেয়া হয়েছে। শিক্ষার্থী ও কর্মীদের পরবর্তী নিদের্শনা না আসা পর্যন্ত ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে।
এক বিবৃতিতে তারা জানায়, আমরা জরুরি ব্যবস্থাপনা বিভাগের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।
কাউন্টি ফায়ার মার্শালের দফতর জানায়, মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা কাজ শুরু করেছে।