Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছত্তিশগড়ে গোলাগুলিতে চার বিএসএফ জওয়ান নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৫:৫৯ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৫:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গোলাগুলিতে চার বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধে বিএসএফের আরও অন্তত দুই সদস্য আহত হয়েছেন বলেও জানায় পুলিশ।

বৃহস্পতিবার সকালে কানকের জেলায় মাহলা গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে যায় বিএসএফের ১১৪ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা। এতে ঘটনাস্থলেই চার জওয়ানের মৃত্যু হয়।

পু্লিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুন্দরাজ পিটিআইকে বলেন, এ ঘটনায় চার জওয়ান নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।

এর আগে, ২০১৪ সালের লোকসভা নির্বাচন চলাকালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাসহ ১২ জন নিহত হন।

Bootstrap Image Preview