Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখতে পুত্রবধূকে সাথে নিয়ে ছেলেকে খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৬:০০ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৬:০০ PM

bdmorning Image Preview
প্রতীকী


পুত্রবধূর সঙ্গে প্রেম করেন শ্বশুর। আর এই প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ানোয় নিজের ছেলেকেই পৃথিবী থেকে সরিয়ে দিল ৬০ বছরের এক বৃদ্ধ।

ভারতের পাঞ্জাবের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর- টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, ছোটা সিং-এর ছেলে রাজবিন্দর সিং ১২ বছর আগে বিয়ে করেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে অন্যত্র থাকতেন তিনি। সম্প্রতি বাবাকে নিজের কাছে নিয়ে এসে রাখেন রাজবিন্দর। সেই সুযোগে পুত্রবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন সে।

পরে স্ত্রীর সঙ্গে বাবার এই সম্পর্কের কথা জানতে পারেন তিনি। সিদ্ধান্ত নেন বাবাকে ভাইয়ের বাড়ি রেখে আসবেন। তাই তাকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ছোটা সিং। পুত্রবধূর সঙ্গে মিলে ঘুমের মধ্যে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে রাজবিন্দরকে।

এরপর মৃতদেহ একটা ব্যাগে ভরে রাতের অন্ধকারে ড্রেনে ফেলতে যায় সে। তখনই এক প্রতিবেশী দেখতে পায় যে ব্যাগ থেকে রক্ত ঝরছে। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশি জেরায় সব স্বীকার করে ছোটা সিং।

Bootstrap Image Preview