Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'বাহুবলী' চরিত্রে অভিনয় করতে চান ওয়ার্নার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৭:২৪ PM

bdmorning Image Preview


এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন অজি খেলোয়াড় ডেভিড ওয়ার্নার। চলতি আইপিএলে ব্যাট হাতে যেন রানের বন্যা বইয়ে দিচ্ছেন। ক্রিকেটের পাশাপাশি এই শক্তিশালী ব্যাটসম্যান ‘বাহুবলী’ চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটি প্রোমোশনাল ভিডিও শুট করার সময় উইলিয়ামসন এবং ওয়ার্নারকে অভিনয়ে তাঁদের ইচ্ছে সম্বন্ধে জিজ্ঞেস করা হয়। প্রত্যুত্তরে উইলিয়ামসন এবিষয়ে একেবারে অনিচ্ছুক জানালেও সুযোগ পেলে বাহুবলী চরিত্রে অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করেন ডেভিড ওয়ার্নার। ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল টুইটার পেজে সেই ভিডিও পোস্ট হতেই প্রতিক্রিয়া জানাতে থাকেন অনুরাগীরা।

ওয়ার্নারের ইচ্ছে শুনে টিম বাহুবলী তাঁদের অফিসিয়াল টুইটার পেজে অজি ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দেয়। ওয়ার্নারকে তাদের তরফ থেকে জানতে চাওয়া হয় বাহুবলী না বল্লাল দেব, কোন চরিত্রে অভিনয়ে ইচ্ছুক সে। এরপর বাহুবলীর পোস্টারের অনুকরণে তাদের অফিসিয়াল পেজে একটি পোস্টার রিলিজ করে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি।

সেই ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ.........

Bootstrap Image Preview