Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশকে ভালবেসে এগিয়ে নিতে হবে: শিক্ষামন্ত্রী

আসিফ অনিক, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৭:২১ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৭:৪৯ PM

bdmorning Image Preview


খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। এ দিনব্যাপি মেলার উদ্বোধন করেন মাননীয় শিক্ষা মন্ত্রী ড. দীপুমনি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টা ৩০ এ মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব শিক্ষামেলায় উপস্থিত হন। এসময় তারা সবগুলো স্টল ঘুরে দেখেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েকউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিষয়ক সচিব জনাব সোহরাব হোসাইন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।

বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই শিক্ষা মেলায় সর্বমোট ৩০টি স্টল ছিল। এ সকল স্টলে সকল ডিসিপ্লিনের অনার্স, মাস্টার্স ও পিএইচডির শিক্ষার্থীরা তাদের গবেষণার বিষয়বস্ত ছাড়াও বিভিন্নক্ষেত্রে তাদের অর্জনগুলো তুলে ধরে।

আলোচনা সভার শুরুতে মাননীয় শিক্ষামন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এসময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকও উপস্থিত ছিলেন।

শিক্ষাসচিব তার বক্তব্যে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হয়ে নেতৃত্বে অবদান রাখার আহবান জানান। উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিক তুলে ধরেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিনত করার জন্য অবকাঠামোসহ সকল বিষয়ে সরকারের সাহায্যে কামনা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেককেই রাজনীতি সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, গবেষণার মাধ্যমে জাতিকে তুলে ধরতে হবে এবং দেশকে ভালবেসে এগিয়ে নিতে হবে।

পরে বিকাল ৫টায় দিনব্যাপী এ শিক্ষামেলার সমাপ্তি ঘটে। 
 

Bootstrap Image Preview