Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের ছত্তিসগড়ে মাওবাদী হামলায় ৪ বিএসএফ জওয়ান নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৭:৩৭ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৭:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতে লোকসভা ভোটের আগেই বড় হামলা মাওবাদীদের। বৃহস্পতিবার ছত্তিসগড়ের বস্তারে মাওবাদীদের আক্রমণে মৃত্যু হল চার বিএসএফ জওয়ানের। রুটিন তল্লাশিতে বেরিয়ে হামলার মুখে পড়ে বিএসএফ-এর টহলদারি দলটি। 

বস্তারের কাঁকের জেলায় এই ঘটনা ঘটে। মাহালার জঙ্গলে টহল চালানোর সময় বিএসএফ-র দলকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে থাকে মাওবাদীরা। মৃতদের মধ্যে তিনজন কনস্টেবল এবং একজন সাব-ইন্সপেক্টর রয়েছেন। এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন কাঁকেরের অ্যাডিশনাল সুপার কীর্তন রাঠোর। মাওবাদী হামলায় আরও দু-জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

মাওবাদীরা ভোট বয়কটের ডাক দিয়েছে। নির্বাচন শুরুর মুখেই এই হামলা চালিয়ে তারা বার্তা দিল যে ভোটেও অশান্তি হয়তো পিছু ছাড়বে না। এই এলাকায় বিপুল পরিমাণ আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

Bootstrap Image Preview