ভারতের কলকাতায় ইয়াবা বিক্রির সময় তাপস আহমেদ নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ মার্চ) রাতে কলকাতার পার্কস্ট্রিট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাপস ঢাকার হাজারীবাগ এলাকার ২৬/১ ললিল মোহন দাস লেনের বাসীন্দা রহমতুল্লার ছেলে।
স্থানীয় পুলিশ জানায়, বুধবার রাত ১টার দিকে তাপস আহমেদকে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪/২ কলিন লেন কলকাতা-১৬ থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গত কয়েক বছর ধরে কলকাতায় বাস করছেন তাপস। তবে তার কাছে এখানে থাকার কোনও বৈধ কাগজপত্র নেই। কলিন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের বিভিন্ন হোটেল বা গেস্ট হাউসে যারা আসতেন, তাদের কাছে মাদক সরবরাহ করত ওই বাংলাদেশি যুবক। বাদ যেতেন না বিদেশিরাও।
এই মাদক পাচারচক্রের সঙ্গে শহরের বেশ কয়েকটি হোটেল ও গেস্ট হাউসের কর্মীদের একাংশও জড়িত। তাদের সন্ধানে তল্লাশি চলছে বলেও জানায় পুলিশ।