Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জের নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত  

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


হবিগঞ্জে নির্মাণাধীন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন থেকে পড়ে মো. ইফাত মিয়া (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক সিরাজগঞ্জ জেলার ইটালি এলাকার সূর্য্য শেখের ছেলে। হবিগঞ্জে এসে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

তার সহকর্মীরা জানান, জীবিকার তাগিদে দীর্ঘ কয়েক বছর আগে সিরাজগঞ্জ থেকে হবিগঞ্জে আসেন ইফাত। বর্তমানে তিনি হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। 

প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে ইফাত সাইটে এসে কাজ করছিলেন। বিকাল ৩টার দিকে হঠাৎ অসাবধানতাবশত তিনি ভবনের ৬ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। 

আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

Bootstrap Image Preview