Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

আকবর হোসেন বাচ্চু, কাতার প্রতিনিধি
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৯:৪২ AM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৯:৪২ AM

bdmorning Image Preview


কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই বাংলাদেশি আহত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে কাতারের রাজধানী দোহায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সর্দার আমিন মুন্সি বাড়ির মোহাম্মদ সিরাজ ও ফটিকছড়ি উপজেলার ধর্মপুর সাইফুর বাড়ির মোহাম্মদ জাহেদ।

জানা যায়, দোহার আবু হামোড় এলাকায় একটি প্রাইভেট কার পেছন থেকে তাদের বহনকারী গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান। গুরুতর আহত জমির উদ্দিন ও সৈয়দ হোসেন মিয়া দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত দুজনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে।

কাতার বৃহত্তর ফটিকছড়ি সমিতি ও কাতার রাউজান সমিতি সূত্রে যানা গেছে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানো ও আহত দুজনের সুচিকিৎসার সার্বক্ষনিক তদারকি করছে সংগঠন দুইটি।       

Bootstrap Image Preview