হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পরিবহন খাত নিয়ন্ত্রণকারী নেতাদের পরামর্শেই গ্রীন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণের টাকা মালিকপক্ষ পরিশোধ করেনি। রাসেলের অনুকূলে ৫০ লাখ টাকা ৩ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
পরিবহন খাতসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ ওই ক্ষতিপূরণ দিতে রাজি থাকলেও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক শীর্ষস্থানীয় নেতার পরামর্শে সে পথ থেকে সরে যায়। পা হারানো রাসেলকে ক্ষতিপূরণ না দিতে গত সোমবার দেশের পরিবহন খাতের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বৈঠক করেন।
বৈঠকে তাঁরা সিদ্ধান্ত নেন জরিমানা না দিয়ে বিষয়টি সুরাহা করার। বৈঠকে গ্রীন লাইন পরিবহনের মালিক মো. আলাউদ্দিনও উপস্থিত ছিলেন। টাকা না দেওয়ার কৌশলের অংশ হিসেবে পরে তিনি দেশের বাইরে চলে যান পরিবহন খাতের ওই নেতাদের পরামর্শে।
বিষয়টি নিয়ে পরিবহন মালিক ও নেতাদের বৈঠক করার কথা স্বীকার করেছেন গ্রীন লাইন পরিবহনের জেনারেল ম্যানেজার মো. আব্দুস সাত্তার।