Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শতকের আক্ষেপ নিয়ে ফিরলেন লিটন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০২:৪০ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০২:৪০ PM

bdmorning Image Preview


চলতি মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা হতে যাচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের দল। দল ঘোষণা কিছুটা সময় বাকি থাকলেও অনেক আগেই ধারণা পাওয়া গেছে বিশ্বকাপের দল সম্পর্কে। সেই অনুসারে বিশ্বকাপে দুই ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার ও লিটন দাসের জায়গা পাওয়া নিশ্চিত। 

বিশ্বকাপে আগের ফর্ম সংকটে রয়েছেন লিটন ও সৌম্য। নিউজিল্যান্ডে সফরে টানা ফর্মহীনতায় ভোগা আজ ঢাকা প্রিমিয়ার লিগে কিছুটা আলো ছড়ানো তার ব্যাট। আজ লিগের নবম রাউন্ডে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে  অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। খেলেছেন ৮৯ বলে ৮৪ রানের ঝলমলে এক ইনিংস।

টসে হেরে আগে ব্যাট করতে লিটনের দল মোহামেডান। আসরে নিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ইরফান শুরুকের সাথে ১০১ রান তোলেন। ইরফান ৬৬ বলে ৫০ রান করে ফিরে যান সাজঘরে। 

দ্বিতীয় উইকেটে অভিষেক মিত্রকে নিয়ে লিস্ট 'এ' ক্রিকেটে নিজের ১৬তম হাফসেঞ্চুরি পূরণ করেন লিটন। হাফ সেঞ্চুরির পর আত্বাবিশ্বাসী ব্যাটিং করতে থাকেন তিনি। তবে ইনিংসের ৩১তম ওভারে তাকে থামান টিপু সুলতান।উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে ধরা পড়েন লিটন। ৯১ বল তার ৮৪ রানের ইনিংটিতে ৯টি চার ও ১ ছক্কায় সাজানো ছিল। 

লিটনের সেঞ্চুরি মিস করা ম্যাচে মোহামেডান ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩২৪ রানের বড় স্কোর গড়েছে। এই ম্যাচে সোহাগ গাজী ২২ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এছাড়া রাকিবুল হাসান ৭৪ এবং অভিষেক মিত্র ৫০ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। 

Bootstrap Image Preview