Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হরিপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৩:৪৯ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মুধুডাঙ্গী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুইট (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বেলা অনুমান ১২টার সময় নিজ বাড়িতে পানির মটরে বিদ্যুৎ লাইন দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে তার হাত লেগে গেলে এ ঘটনা ঘটে। নিহত সুইট উপজেলার মুধুডাঙ্গী গ্রামেআইনুল হকের ছেলে এবং ঠাকুরগাঁও কলেজের অর্নাস বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের জমি চাষ করা মেহেন্দ্র গাড়ি ধোয়ার জন্য পানির পাম্পে বিদ্যুৎ লাইন দিতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তার সুইটের হাতে লেগে এবং সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে রানীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

এ বিষয়ে ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজান সরকার বলেন, মৃত্যুর বিষয়টি মোবাইলে শুনেছি। 
 

Bootstrap Image Preview