Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লিবিয়ার মরুভূমিতে সুজলা বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৪:১৩ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৪:১৩ PM

bdmorning Image Preview


মাতৃভূমির সীমা ছাড়িয়ে বিশ্বের যেকোন প্রান্তেই যান না কেন মনের মধ্যে নিশ্চয়ই জন্মভূমির টানটি উপলব্দি করবেন। তাইতো আফ্রিকার মরুভূমির রাষ্ট্র লিবিয়াতেও বাংলাদেশী শিশু-কিশোররা আঁকলেন সুজলা-সুফলা বাংলাদেশ।

গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যে বাংলাদেশি ছাত্রছাত্রী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রপ্রদর্শনীটি যেন সাক্ষাৎ বাংলাদেশ।

এতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চিত্রাঙ্কন, মহান মুক্তিযুদ্ধ, দেশের উন্নয়ন চিত্র, ঐতিহাসিক স্থান, ঋতুভিত্তিক প্রাকৃতিক দৃশ্য, পেশাভিত্তিক দৃশ্য ও গ্রামীণ দৃশ্যের চিত্র উঠে আসে। পর্বটির উদ্বোধন করেছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সেখ সেকেন্দার আলী।

একটি ছবিতে দেখা যায় শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কনগুলো দেখছেন রাষ্ট্রদূত সেখ সেকেন্দার আলী। তার তিন পাশে শিশু-কিশোরদের উৎসুক চোখ। উৎসুক জনতা হুমড়ি খেয়ে পড়ে চিত্র দেখতে।

আরেকটি ছবিতে দেখা যায় দু'জন নারী নদী মাতৃক বাংলাদেশের চিত্র দেখছেন। হয়তোবা হারিয়েছেন নিজের শৈশবে।

মুক্তিযুদ্ধের চিত্র দেখছেন দু'নারী। হৃদয়ে বাংলাদেশ। পরবাসে থেকেও মাতৃভূমির পতাকা আন্দোলিত করে তাদেরকে।

কাজের স্বীকৃতি মিললে কার না ভালো লাগে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে হাতে সনদপত্র। শিশুদের আনন্দ যেন আর ধরে না। মরুর বুকের সুজলা-সুফলা মাতৃভূমি বাংলাদেশের টান। 

Bootstrap Image Preview