Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবিপ্রবিতে সাস্ট ক্যারিয়ার ক্লাবের নবীনবরণ আগামীকাল

আব্দুল্লাহ আল মাসুদ, শাবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৫:৪০ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার ভিত্তিক সংগঠন 'সাস্ট ক্যারিয়ার ক্লাব'র নবীনবরণ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (৫ এপ্রিল) সকালে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৬ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে নবীনবরণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া উক্ত অনুষ্ঠানে অস্ট্রেলিয়া ও দেশের বাইরে উচ্চশিক্ষায় শাবিপ্রবির শিক্ষার্থীদের সাফল্য, সাস্টিয়ান থেকে একজন ক্যান্সার বিজ্ঞানী হয়ে ওঠার অভিজ্ঞতা জানাবেন বিশিষ্ট ক্যান্সার বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু আলী ইবনে সিনা।

এদিন অনুষ্ঠানে আরো থাকছে- অনস্পট কুইজ এবং কুইজ বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরষ্কার, ট্যালেন্ট হান্ট ২০১৯ থেকে নির্বাচিত ১০ জন বিজয়ীদেরকে পুরষ্কৃত করা ও বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীদের পুরষ্কার প্রদান করা হবে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাংগঠনিক সপ্তাহের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ করে সংগঠনটি।

এছাড়া গত ৮ মার্চ থেকে সাংগঠনিক সপ্তাহে তালিকাভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে “ট্যালেন্ট হান্ট” প্রতিযোগিতা ৩টি স্টেজে সম্পন্ন হয়।

তন্মধ্যে ৮ ও ৯ মার্চ লিখিত ও মৌখিক পরিক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া ১১ মার্চ সেখান থেকে বাছাইকৃত ৮০ জন ছাত্রছাত্রীদের নিয়ে শেষ রাউন্ড সম্পন্ন হয় বলে জানানো হয়।

এদিকে গত ২২ ও ২৩ মার্চ দুইদিন ব্যাপি সংগঠনটির সাধারণ সদস্যদের অংশগ্রহণে মাইক্রোসফট এর উপর ট্রেইনিং সেশন ও ২৯ও ৩০ মার্চ পাবলিক স্পিকিং সেশন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, 'স্টেপস ট্যুয়ার্ড ইউর ড্রিম' এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে ও বিকাশ লাভে ক্যারিয়ার ক্লাব সর্বদা বদ্ধপরিকর,যার প্রমাণ ক্যারিয়ার ক্লাব এর আগেও দিয়েছে। ক্যাম্পাসে ক্যারিয়ার ভিত্তিক বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনার আয়োজনের দ্বারা শিক্ষার্থীদের মনে আস্থা অর্জনের মাধ্যমে তার সুনাম অক্ষুন্ন রেখে চলেছে এবং ভবিষ্যতেও রাখবে বলে দৃঢ় বিশ্বাস।

এছাড়া এ সময় বিভিন্ন ইভেন্ট ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেওয়া হবে। 

Bootstrap Image Preview