পুরনো একটি ভিডিও হঠাৎ করেই ভাইরাল হলো। যে ভিডিও দেখে রীতিমতো রসিকতায় মেতে উঠেছে ইন্টারনেট জনতা। ভিক্ষা করছে কুকুর!
ভিডিওতে দেখা গেছে, কালো রঙের একটি কুকুর ব্যস্তময় শহরের ফুটপাতে বসে আছে। পেছনে থেমে আছে একটি বাস। কুকুরটির মুখে একটি ম্যাগাজিন। গায়ে কে যেন কাপড় জড়িয়ে দিয়েছে। তার সামনে একটি স্টিলের পাত্র। যেখানে কয়েকটি মুদ্রা দেখা যাচ্ছে। কুকুরটিকে দ্রুত অতিক্রম করছেন পথচারীরা। তার দিকে তাকানোর সময় যেন নেই কারও।
ভিডিও পোস্টকারীর তথ্য থেকে জানা গেছে, ভিক্ষা করছে কুকুরটি। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের ফুটপাতে এভাবেই মানুষের কাছে সাহায্য চাইছিল এই অবুঝ প্রাণিটি।
ভিডিওর কমেন্টে অনেকে রসিকতা করে লিখেছেন, বিদেশের কুকুর ভিক্ষা করতে পারে, তবে বাংলাদেশের কুকুর না খেয়ে থাকবে তবু ভিক্ষা করবে না। ফুটপাতে কুকুরকে এর আগেও ভিক্ষা করতে দেখা গেছে। সে ঘটনাটিও লন্ডনের। ২০০৯ সালে এভাবে সাহায্য চাইতে লন্ডন স্ট্রিটে বসেছিল একটি কুকুর। বসবাসের জন্য কোনো স্থান ছিল না সেই কুকুরের।
পরে জানা গেছে, কুকুরটিকে এভাবে ভিক্ষা করতে দেখে কোনো এক পথচারীর মায়া হয় এবং তিনি একে পোষ্য হিসেবে নিয়ে যান।তবে সম্প্রতি ভাইরাল হওয়া কুকুরটি কেন ভিক্ষা করছে সে বিষয়ে কোনো তথ্য মিলেনি।