Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমার পকেট ভর্তি টাকা,সাকিবের সঙ্গে ঢাকাঃ ডিজে ব্রাভো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৭:০৯ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৭:০৯ PM

bdmorning Image Preview


ক্যারিবিয়ান অলরাউন্ডার ডিজে ব্রাভোর ২০১৬ সালের ‘চ্যাম্পিয়ন’গানের কথা মনে আছে।যে গান দিয়ে সংগীত জগতে আলোড়ন তুলেছিলেন। ক্রিকেটপ্রেমীদের অনন্ত ভুলার কথা নয়। এবার সেই ধাঁচের আরো একটি নতুন গান দিয়ে  ইউটিউব কাঁপাচ্ছেন ।গানের নাম  ‘এশিয়া’ দিয়েও। ১০ দিনে গানটা দেখা হয়ে গেছে প্রায় ৩০ লাখ বার।   

মন ভুলানো এই গানের নাম শুনেই বুঝতে পারছেন তৈরি হয়েছে এশিয়ার প্রেক্ষাপটে।বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের শীর্ষ ক্রিকেট তারকাদের।

তবে এই গানের বাঙলাদেশের পর্বটা বেশ মজার, ব্রাভো বলছেন, ‘আমার পকেট ভর্তি টাকা/সাকিবের সঙ্গে দেখা ঢাকায়।’ টাকা-ঢাকা মিলিয়েছেন দারুণ! এই গানে আরো রয়েছে দুই ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কারের কথাও। দিল্লি, কলম্বো, ঢাকা, লাহোর, কাবুল—এশিয়ার বড় শহরগুলোর কথাও ।

মজার সেই গানটির ভিডিও দেখুন............

Bootstrap Image Preview