Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চাচাকে জবাই করে হত্যা, ভাতিজা গ্রেফতার

আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৭:১১ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরে চাচাকে জবাই করে হত্যা মামলায় প্রধান আসামী জাবেদ হোসেনকে গ্রেফতার করছে পুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে রামগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী জাবেদ হোসেন দায় স্বীকার করে বলেন- সে তার চাচার গলা কেটেছে ও মাথা থেঁতলে দিয়েছে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জবাইকৃত ছুরি উদ্ধারে তাকে নিয়ে সদর উপজেলার যাদৈয়া নামক এলাকায় অভিযানে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে ওই জবাইকৃত ছুরি উদ্ধার করা হয়।

এসময় হত্যাকারীর বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করে স্থানীয়রা। আটককৃত জাবেদ একই এলাকার জাফরের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ওসি তদন্ত মো. জাফর আহমদ জানান, হত্যার মূল আসামী জাবেদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকোরোক্তি অনুযায়ী জবাইকৃত ছুরি উদ্ধার করা হয়। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, রবিবার (১৭ মার্চ) বিকালে বৃদ্ধ জামাল উদ্দিন তার ঘরের সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে গলায় ছুরিকাঘাত করে তার আপন ভাতিজা জাবেদ। মুহুর্তের মধ্যে আবার একটি ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন আহত জামাল উদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসার ৫ দিন পর ২২ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জামাল উদ্দিন।

এরপর নিহতের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে ৪ জনকে আসামী করে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

Bootstrap Image Preview