Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইবির শিক্ষার্থীদের জন্য ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে কেনা হচ্ছে বাস 

আহসান নাঈম, ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪৪ তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের জন্য বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে একটি এম্বুলেন্স কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৭টায় সিন্ডিকেট সভা শেষে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের পরিবহনের জন্য দু'টি বড় বাস কেনার জন্য সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও  বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের জন্য একটি এম্বুলেন্স কেনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ব্যয় হবে ১ কোটি ৮০ লাখ টাকা। 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন উর রশিদ আশকারী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট দূর করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছি।

এলক্ষে শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে সিন্ডিকেট সভায় বাস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি।   


 

Bootstrap Image Preview